শেরপুরে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস পালিত
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (০৫ ডিসেম্বর ২০২১) বিকেলে রাজিয়া সামাদ ডালিয়ার বাস ভবনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এ সময় রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি মেহেদী হাসান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ’র সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, রক্তসৈনিক শেরপুর’র উপদেষ্টা শামীম হোসাইন, জণউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল-আমিন রাজু।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপুর এর কার্যকরী সভাপতি আশরাফুল আলম, সহ সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি সুবাহান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, ক্রিড়া সম্পাদক আমির হামজা, পাঠাগার বিষয়ক সম্পাদক শোয়াইব রহমান, প্রচার সম্পাদক শিহাব আহমেদ, সদস্য অন্তর আহমেদ, শাকির আহমেদ, সিফাত, তুহিন, প্রমুখ।
স্বেচ্ছাসেবী দিবসে বক্তারা সকল স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা জানান, এবং স্বেচ্ছাসেবকরা দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত থাকে বলে তাদেরকে স্যালুট জানান।