শিরোনাম

South east bank ad

বগুড়ায় নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী নারী উদ্যোক্ত মেলা। রোববার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের অ্যাডওয়াড পার্কে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এসময় ‘দ্যা প্ল্যানিং প্যারাডাইসের’ উপদেষ্টা জিএম স্যাকলাইন বিটুল উপস্থিত ছিলেন।

অনলাইন প্লাটফর্ম ‘দ্যা প্ল্যানিং প্যারাডাইসের’ উদ্যোগে ৫দিন ব্যাপী পণ্য বিক্রয় মেলা শুরু হয়। মেলা চলবে ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

বগুড়ায় নারী উদ্যোক্তাদের কাজের গতিকে সামনে এগিয়ে নিতেই ৫দিন ব্যাপী পণ্য বিক্রয় মেলা বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলায় খাবার, জুয়েলারি, আচার ও নিজস্ব তৈরি পোষাকের পাশাপাশি নানা ধরণের ২০ টির মতো দোকান বসেছে। মেলায় আচারের দোকান দেওয়া সামিরা সামসাদ নিবির জানান, মূলত অনলাইন প্লাটফর্ম থেকে সবায় একসঙ্গে হওয়া। আমাদের জন্য বড় সুযোগ নিজেদের পণ্যর পরিচয় সবার কাছে তুলে ধরার।

মেলার আয়োজক ও দ্যা প্ল্যানিং প্যারাডাইসের নির্বাহী শওকত ইমরান জানান, আমাদের বগুড়া অনলাইন বিজনেস গ্রুপ নামের একটি ফেসবুক গ্রুপ আছে। সেখানকার সদস্য ও উদ্যোক্তাদের এ মেলায় সুযোগ দেওয়া হয়েছে। আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সম্পূর্ন আয়োজনে ম্যাক্স মোটেল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: