এমপিও জালিয়াতি মামলায় পঞ্চগড়ে প্রধান শিক্ষক কারাগারে
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
পঞ্চগড় সদর উপজেলার বজরা পাড়া নতুনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনেশ্বর বর্ম্মন স্বাক্ষর জাল করে কাগজপত্র সৃষ্টি করে সহঃ শিক্ষককে এমপিও ভুক্ত করায় কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ রবিবার (৫ ডিসেম্বর ২০২১) উভয় পক্ষের শুনানি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত -১ পঞ্চগড় সদর মো.হুমায়ুন কবির সরকার এ আদেশ দেন।
এর আগে রওশনুজ্জামান বাদী হয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ধনেশ্বর বর্ম্মন, গীতারানী রায় চৌধুরী, ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ পত্র সৃষ্টি করার অভিযোগ তুলে আদালতে এমপিও জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর এন্টি করাপশন, এডভোকেট হাবিবুল ইসলাম হাবিব জানান, দীর্ঘ তদন্তের পর বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারী করে।আজ রবিবার ধার্য তারিখে জামিনের জন্য আত্নসমর্পন করলে আদালত দুজন আসামীকে জামিন দিয়ে প্রধান শিক্ষক ধনেশ্বর বর্ম্মনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।