শিবগঞ্জে শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মাতার পূজা সম্পন্ন
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল বারোয়ারি কেন্দ্রীয় শিব মন্দিরে শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মাতার পূজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে অমাবশ্যা তিথীতে এ পূজা অনুষ্ঠিত হয়।
কালী পূজা উপলক্ষে দিনভর নানা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। শেষে অস্বচ্ছলদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। পূজায় পুরোহিত ছিলেন প্রদীপ চক্রবর্তী। প্রতিযোগিতার মধ্যে ছিল ভগবান শ্রীকৃষ্ণের শত নাম, শঙ্খ ধনি, উলুর ধনি ও কুইজ প্রতিযোগিতা।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ চিকিৎসক ডা. দেবাশীষ কুমার গুপ্ত, লক্ষ্মী নারায়ণ দাস সংগ্রাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ব্রজেন্দ্র নাথ সাহা, আশীষ কুমার রায়, পরিমল মহন্ত, গণেশ প্রসাদ কানু, রমেশ প্রসাদ কানু, গোবিন্দ মাস্টার, প্রাণ গোপাল দাস বিপ্লব, অসীম কুমার মহন্ত মৃনাল, গোবিন্দ মহন্ত ও প্রদীপ মোহন্ত।
বিজয়ীদের মাঝে ডা. দেবাশীষ কুমার গুপ্ত ও ব্যবসায়ী ব্রজেন্দ্র নাথ সাহার সৌজন্য পুরুষ্কার করা হয়।