কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৩ ডিসেম্বর ২০২১ (শুক্রবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২১। দিবসটি উদযাপন উপলক্ষে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে 'আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান' আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, শরীয়তপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ বৈদ্য, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুর।
পরবর্তীতে মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।