আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারায় প্রেস ক্লাবের উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের পোষাক ও কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) জুমার নামাজের পর বৈরাগ ইউনিয়নের ইমাম বুখারী দারুল কুরআন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরী বলেন, আনোয়ারা প্রেস ক্লাব শুরু থেকে গরীব অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসতেছে। এরই ধারাবাহিকতায় আজ মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের পোষাক ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার থেকে শীতবস্ত্র বিতরণ শুভ উদ্বোধন করছি। তালিকা করে উপজেলার বিভিন্ন প্রান্তের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সদস্য শেখ আব্দুল্লাহ প্রমুখ।