শিরোনাম

South east bank ad

কুমিল্লায় কাউন্সিলর খুন : প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ড মামলার প্রধান আসামী শাহ আলম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) গভীর রাতে চাঁনপুর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলম কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সে সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, কয়েকজন অস্ত্রধারী গোমতী নদীর বেড়িবাঁধে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় আসামীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও শাহ আলম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল এবং গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার কর হয়েছে।

এর আগে এই মামলার আসামি সাব্বির ও সাজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: