আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):
"নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১লা ডিসেম্বর ) সকালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর)১৬ দিন ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা গেইট থেকে একটি র্যালী শুরু হয়ে সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর আলম ।