শিরোনাম

South east bank ad

বগুড়ায় ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৪ কোটি টাকা মূল্যের ৪৯ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করছে র‌্যাব। এ সময় চার চোরাকারবারিকেও গ্রেপ্তার করেন র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা।

র‌্যাব বুধবার (০১ ডিসেম্বর) সকালে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় র‌্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর হাড়িয়াল পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ৪ কোটি টাকা মূল্যের ৪৯ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো ওই এলাকার- মন্টু রবি দাস (৫৫),আব্দুল মাসুদ (৪০), দিলীপ দাস (৩২) ও সফিকুল ইসলাম (৫৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা আরও জানায় যে, স্থানীয় একটি পুকুর খনন করে মূর্তি দুটি উদ্ধার করে নিজেদের কাছে রেখে পরস্পরের যোগসাজশে দুর্লভ এই প্রতœœতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো তারা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জাননা, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও এ ধরণের চক্রের সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: