জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত
শামীম আলম, (জামালপুর):
‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্ট্যান্ডিং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উভ: আজ বুধবার (১ ডিসেম্বর ২০২১) দুপুরে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে স্ট্যান্ডিং র্যালি বের হয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স, সমাজকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
পরে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোহানুর রহমান, জেলা তথ্য অফিসার শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমূখ। এ সময় বক্তারা জানান, সচেতনতা, ধর্মীয় অনুশাসন এবং সকল ক্ষেত্রে মূল্যবোধ সমুন্নত রেখে সম্পর্ক তৈরি ও শুদ্ধ আচার আচরণ চর্চা এইডস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।