ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে ১৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :
উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে শেষ হলো তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী দুই উপজেলায় ১৪টিতে নৌকা ও ৪টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা ও ৩ টিতে সতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
১নং ভোমরাদহ ইউনিয়নে হিটলার - নৌকা মার্কা নিয়ে বিজয়ী,
২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মোস্তফা - আনারস প্রতিক নিয়ে বিজয়ী,
৩নং খনগাঁও ইউনিয়নে শহিদ নৌকা প্রতিক নিয়ে বিজয়ী,
৪নং সৈয়দপুর ইউনিয়নে নিমাই - নৌকা প্রতিক নিয়ে বিজয়ী,
৫নং পীরগঞ্জ ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মখলেসুর ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ী,
৬নং হাজীপুর ইউনিয়নে জয়নাল নৌকা প্রতিক নিয়ে বিজয়ী,
৭নং দৌলতপুর ইউনিয়নে সনাতন নৌকা প্রতিক নিয়ে বিজয়ী
৮নং সেনগাঁও ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সাইদুর -মোটরসাইকেল প্রতিক নিয়ে বিজয়ী,
৯নং জাবরহাট ইউনিয়নে জিয়াউর রহমান - নৌকা প্রতিক নিয়ে বিজয়ী,
১০নং বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু - নৌকা প্রতিক নিয়ে বিজয়ী।
অপর দিকে বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা ও ১টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।বিজয়ীরা হলেন,১ নং পাড়িয়া ইউনিয়নে ফজলে রাব্বী রুবেল (নৌকা), ২নং চাড়োল ইউনিয়নে দিলীপ কুমার চ্যাটারর্জী (নৌকা), ৩ নং ধনতলা ইউনিয়নে সমর কুমার চট্রোপাধ্যয় (নৌকা), ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নে শাহাবুদ্দীন মিয়া (নৌকা), ৫ং দুওসুও ইউনিয়নে প্রভাষক সোহেল রানা (নৌকা) ৬ নং ভানোর ইউনিয়নে রফিকুল ইসলাম (সতন্ত্র মোটরসাইকেল), ৭ নং আমজানখোর ইউনিয়নে আকালু ডংগা (নৌকা) ও ৮ নং বড়বাড়ী ইউনিয়নে আলহাজ্ব আকরাম আলী নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন।