গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত
আব্দুর রহমান, (নেত্রকোনা):
গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন। এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় গণফোরামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গণফোরাম নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে আজ শনিবার (২৭ নবেম্বর ২০২১) দুপুরে শহরের কাটলী এলাকায় এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি।
কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ নুরুজ্জামান এর সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওম শফিক উল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম সাগর, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম,ইয়াসিন সহ অন্যরা।
এসময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্য উর্ধগতি সহ চলমান ইউনিয়ন নির্বাচনের হত্যাকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
পরে শাহ নুরুজ্জামানকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গণফোরামের নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা করা হয়।