এই প্রথম বরগুনায় ইসলামী পাঠাগারের উদ্বোধন
রিয়াদ, (বরগুনা) :
বরগুনা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে সদর রোডস্ত মাহতাব মোল্লার বিল্ডিং এর ২য় তলায় 'ইসলামী পাঠাগার' নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যালয়ে ইসলামী পাঠাগারটি উদ্বোধন করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মুহাম্মাদ কামিনুল ইসলাম।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম আহমাদুল্লাহর সভাপতিত্বে ইসলামী পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ (আইম্মা) পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মুহা. গোলাম মাওলা জাহিদ, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা মু. আবদুস শাকুর, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ইদ্রিসুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
জ্ঞান বিতরণে পাঠাগারি একমাত্র ভরসা বলে অভিমত ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
তারা বলেন- এক সময় বরগুনা তথা দেশের বুকে ছড়িয়ে পড়বে জ্ঞানের আলো নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে গড়ে ওঠা ইসলামী পাঠাগারটি; এমন প্রত্যয়ে ফিতা কেটে ও দোয়া মোনাজাত দিয়ে শেষ করেন পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠান।