ইমো হ্যাকার আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৩ কিশোর সহ ৫ ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল লালপুর উপজেলার বালিতিতা ও মাহারাজপুর গ্রামে অভিযান চালায়।
এসময় ইমো হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য আলমগীর, হারুন অর রশিদ, তারিক, রাজু ও আসিফকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হ্যাকিং কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল সিম সহ ১০টি এনড্রয়েড মোবাইল ফোন সেট।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ইমো একাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে নাটোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের সহজ সরল মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত বলে জানায় র্যাব।