শিরোনাম

South east bank ad

অ্যাসিড নিক্ষেপকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপরে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ ও অভিযুক্তের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) সকালে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত গ্রেফতার মাহিম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে নাটোর লাঠিবাঁশি সমিতির সভাপতি আব্দুস সালাম, সম্পাদক সৈকত চৌধুরী, বন্ধু সভার সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মিরা অংশ নেয়। ঘন্টাব্যাপি মানবন্ধনটিতে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলো প্রত্রিকার নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।

প্রসঙ্গত, গত রবিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় বীনার পথরোধ করে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে অভিযুক্ত মাহিন ও তার দুই সহযোগি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: