সিলেটে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অদ্য ২২/১১/২০২১খ্রিঃ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মো. আবুল হাশেম মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ সুমন চক্রবর্তী, এএসআই(নিঃ)/মোঃ মুহিবুর রহমান, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান চৌধুরী, কনস্টেবল/৯৩৬ বাসুদেব মল্লিক-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন ধোপাদীঘিরপাড়স্থ বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান এর প্রধান গেইটের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১।
মোঃ কাজল মিয়া (৩৭), পিতা- মোঃ কুদ্দুছ মিয়া, সাং-কোকরাই, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- তামিম মিয়ার কলোনী, কামালঘর (কালীঘাট), থানা- কোতয়ালী, জেলা- সিলেটনামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।