শিরোনাম

South east bank ad

চোরাই চা পাতাসহ চুনারুঘাটের ৬ কারবারি গ্রেফতার

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চোরাই চা পাতাভর্তি পিকআপ গাড়ীসহ চুনারুঘাটের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার গনকিরপাড় গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে মোঃ আবুল হোসেন (৪২), আলী হোসেন (২৬), মোঃ আমির হোসেন এলু মিয়ার ছেলে মোঃ আক্তার মিয়া (১৯), মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ রনি (২১), দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), পশ্চিম ডোলনা গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে মোঃ হাছন মিয়াকে (২৮)। আটকৃতদের বিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এর আগে ভোর সকালে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্রনাথ, এএসআই তাফাজ্জল হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ওলিপুর শিল্প এলাকা থেকে পিকআপভর্তি ৪০ বস্তা চোরাই চা পাতাসহ ওই ৬জন গ্রেফতার হন। জব্দকৃত চা পাতার ওজন প্রায় ২ হাজার কেজি। বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি অজয় চন্দ্র দেব জানান, শ্রীমঙ্গল থেকে এসব চোরাই চা পাতা ওলিপুরে নিয়ে আসা হচ্ছিল।

পরে এখান থেকে জেলার বিভিন্ন স্থানে চা পাতাগুলো বিক্রি করার উদ্দেশ্য ছিল। আসামীরা চা পাতা ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তিনি জানান- এ ঘটনার আরো কারা জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: