ফুলবাড়িয়ায় বন্ধঘোষিত দুটি ভোটকেন্দ্রে ৩০ নভেম্বর পুন: ভোট
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী ১ম ও ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের বন্ধঘোষিত ভোটকেন্দ্রে আগামী (৩০ নভেম্বর ২০২১) পুন:ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান, ২নং সংরক্ষিত ও ৫নং ওয়ার্ড সাধারণ সদস্য আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউগী কুশমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি এখানকার জাতীয় সংসদ সদস্য (৬ষ্ঠবার), প্রবীন রাজনীতিবিদ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন এঁর নিজস্ব ভোট কেন্দ্র। এই কেন্দ্রে তিনি সহ তাঁর পরিবার ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। গত নির্বাচনেও অত্র কেন্দ্রটি স্থগিত হয়ে পুন: ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগেও ১৯৯৬ সালে অত্র ভোট কেন্দ্রটি স্থগিত হয়েছিল বলে জানা গেছে। কুশমাইল ইউনিয়নের এই কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকে ভোট পেয়েছেন ৮টি ওয়ার্ডে ভোট পেয়েছেন ৬৫৬১ এবং নৌকা প্রতিকে মো. শামছুল হক পেয়েছেন ৪৮৩৩ ভোট। ফলে ১৭২৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছে। কেন্দ্রে মোট ভোটার ৩৮১২ জন। সরকারী দলের জন্য আগামী (৩০ নভেম্বর ২০২১) কঠিন পরীক্ষা। কেন্দ্রটিকে ঘিরে উপজেলাব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বইছে। মানুষের মুখে মুখে নৌকা না, চশমা এমন কথা চাওড় হচ্ছে। ক্ষমতাসীন নেতাদের জন্যও রয়েছে অশনি সংকেত। কারণ একাধিকবার ভোট কেন্দ্রটি স্থগিত হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।