শিরোনাম

South east bank ad

পল্লবী এলাকা হতে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২১/১১/২০২১ তারিখ রাত ২১.০০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রমনা থানার মামলা নং- ২৮(০১)০৪, কোর্ট প্রসেস নং-৪৭৯/১৯, ধারা- ৩৯৬ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভূক্ত নিন্মোক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

(ক) মোঃ আমির হোসেন @ চোরা আমির (৫০), জেলা- মুন্সিগঞ্জ।

অপরাধের কৌশল ও বিস্তারিতঃ
ধৃত আসামী মোঃ আমির হোসেন @ চোরা আমির (৫০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার পূর্ণ নাম-ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে রমনা থানার মামলা নং- ২৮(০১)০৪, ধারা-৩৯৬ পেনাল কোড ১৮৬০ এর চার্জশীটভূক্ত ০৩ নং পলাতক আসামী। বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিলের পর হতে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ধৃত আসামী পলাতক ছিল। আসামী আরো স্বীকার করে যে, গত ১১/০১/২০০৪ ইং তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় সায়েদাবাদ বাস টার্মিনাল হতে কিছুটা দুরে সায়েদাবাদ হতে গাবতলী গামী একটি অজ্ঞাত নম্বরের বাসে ধৃত আসামী সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ জন আসামী মুখে কাপড় বেধে ডাকাতি শুরু করে। তখন বাসে থাকা মামলার বাদীর শ্যালক মোঃ মতিউর তাদের বাধা দিতে গেলে ধৃত আসামী তাকে চলন্ত বাস হতে লাথি মেরে ফেলে দিলে ভিকটিম মতিউর উক্ত বাসের পিছনের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। উক্ত বিষয়ে বাদী মোঃ খলিলুর রহমান (৩২) অজ্ঞাতনামা ৯/১০ জনের বিরুদ্ধে রমনা থানায় বর্ণিত মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে ধৃত আসামী সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: