চরফ্যাশন আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
আমিনুল ইসলাম, (বরিশাল):
বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মু. নুরুল আমিন প্রতিষ্ঠানে যোগদানের পর উপজেলার বিভিন্ন সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময়৷
গতকাল রবিবার (২১ নভেম্বর ২০২১) সকাল ১০ টায় মাদ্রাসা গভনিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ভোলা (রাজস্ব,শিক্ষা ও আইসিটি) মো. মামুন আল ফারুক’র হাতে যোগদান পত্র প্রদান পূর্বক তিনি এ পদে যোগদান করেন। যোগদানের পর অধ্যক্ষ নুরুল আমিন মাদ্রাসার অধ্যক্ষ কক্ষে পৌছলে দুপুর ১২ টায় তাকে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, সেচ্ছাসেবী, সাংবাদিক সংগঠন ও জমিয়াতুল মোদার্রেসীন চরফ্যাশন উপজেলা শাখার প্রতিনিধিগণ ফুল দিয়ে সংবর্ধিত করেন৷
এসময় পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিল ও প্যানেল মেয়র আবদুল মতিন মোল্লা, সাংবাদিক ইয়াছিন আরাফাত, এম আমির হোসেন, মিজান নয়ন, কামাল মিয়াজী, জামাল মোল্লা, এম লোকমান হোসেন শাহাবুদ্দিন সিকদার, মাইন উদ্দিন জমাদার, কামরুল সিকদার, আমিনুল ইসলাম, নুরুল্যা ভুইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মাওলানা মু. নুরুল আমিন ১৯৯৮সনে অত্র মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করে ২০১০সনে সহকারি অধ্যাপক হিসেবে পদন্নতি পেয়ে কর্মরত ছিলেন।
অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় মাওলানা নুরুল আমিন, স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ,স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, জাতীয় ইমাম সমিতি চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার তাকে অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন৷