কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আফিফ হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফিফ কাহালু ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ও নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি গ্রামের আলী হাসানের ছেলে।
রবিবার (২১ নভেম্বর) সকালে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজ ছাত্র আফিফের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এই বন্ধুত্ব থাকাকালীন সময়ে একমাস আগে কলেজ ছাত্রীর অন্য জায়গায় বিয়ে হয়। এই সংবাদ শুনে কলেজ ছাত্র আফিফ হোসেনের ক্ষুব্ধ হয়ে উঠে। এরপর থেকে আফিফ হোসেন ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্তসহ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপত্তিকর ছবি প্রচার করে। এঘটনায় কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সে মামলায় কলেজ ছাত্র আফিফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
নন্দীগ্রাম থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।