শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবু শ্যামা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা আবু শ্যামা শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হল।
তিনি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের স্হানীয় বাসিন্দা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু শ্যামা। শনিবার (২০ নভেম্বর) সকালে ওনাকে রাষ্টীয় মর্যাদা সম্মান দিয়ে শেষ বিদায়ী বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তিনি (১৯ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, তেলিয়াপাড়া ফাঁড়ি ইনচার্জ মজিবুর রহমান চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রমূখ।