শিরোনাম

South east bank ad

ত্রিশালে মওলানা ভাষানীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্থানীয় রাহেলা-হয়রত মডেল স্কুলে গত (১৭ নভেম্বর) এক আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তফ্রন্টের বিশিষ্ট নেতা কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের বিপ্লবী কণ্ঠস্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সকল স্তরের মানুষের মধ্যে গভীর শোকে রছায়া নেমে আসে।

দিনটিকে স্মরণীয় করে রাখতে ও নতুন প্রজন্মকে এই মহান নেতার আদর্শে উদ্বুদ্ধ করার প্রয়াসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ত্রিশাল উপজেলা কমিটি আয়োজন করে এ আলোচনা সভার। ওইদিন বিকেলে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি কৃষিবিদ নিতাই চন্দ্র রায় এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক কবি সাব্বির রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম ও ডিবিসি ক্রাইম বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গির আলম তপু। এই মহান নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাধা রমণ মোদক ও সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে মহান নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করেন মাওলানা আব্দুল আউয়াল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: