শিরোনাম

South east bank ad

দারাজের ১১.১১ ক্যাম্পেইনে সর্বাধিক বিক্রিত ৫জি স্মার্টফোন রিয়েলমি জিটি নিও ২

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

[ঢাকা, ১৮ নভেম্বর ২০২১] দারাজের ১১.১১ ক্যাম্পেইনে “বেস্ট সেলিং ৫জি স্মার্টফোন”-এ পরিণত হয়েছে রিয়েলমি জিটি নিও ২। রিয়েলমি জিটি নিও ২ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক: https://cutt.ly/realmeGTNEO_2

১১.১১ চলাকালীন স্মার্টফোন ব্যবহারকারীরাদের জন্য আকর্ষণীয় অফার ও ছাড়ে রিয়েলমি’র সেরা ফোন ও ডিভাইস কেনার সুযোগ দেওয়া হয়।

এ ক্যাম্পেইনে ক্রেতারা রিয়েলমি জিটি নিও ২ কিনতে পেরেছেন ৫০০০ টাকা ছাড়ে মাত্র ৩৪,৯৯০ টাকায় (দারাজের ভাউচার ও প্রি-পেমেন্ট ছাড় ব্যবহার করে)। ক্যাম্পেইনে রিয়েলমি ক্রেতাদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এতে সর্বাধিক বিক্রিত ৫জি স্মার্টফোন হয়েছে রিয়েলমি জিটি নিও ২। অল্প সময়ের মধ্যেই এ ফোনের সব ইউনিট বিক্রি হয়ে যায়। একইসাথে, ১১.১১ ক্যাম্পেইন শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই রিয়েলমি নারজো ৫০আই – এর ১৬ হাজার ইউনিট বিক্রি হয়ে যায়, যা আরেকটি নতুন রেকর্ড তৈরি করেছে।

এছাড়াও, রিয়েলমি’র অন্যান্য ফোনগুলোও এ ক্যাম্পেইনে ক্রেতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ১১.১১ বিক্রি হওয়া রিয়েলমি’র অন্যান্য ফোনগুলোর মধ্যে রয়েছে - রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮, রিয়েলমি ৮ ফাইভজি, রিয়েলমি সি২৫ওয়াই, রিয়েলমি সি২০এ, রিয়েলমি সি১১, রিয়েলমি সি২১ওয়াই ও রিয়েলমি সি২৫এস।

রিয়েলমি হাই-এন্ড বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। এজন্যই ব্র্যান্ডটি ক্রেতাদের জন্য তাদের ফ্ল্যাগশিপ জিটি সিরিজ বাজারে এনেছে। কিছুদিন পূর্বে এ সিরিজ থেকে বাজারে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। বিক্রয়ের দিক থেকে বাজারে জিটি সিরিজ অনেক এগিয়ে রয়েছে। ১১.১১ ক্যাম্পেইনে জিটি নিও ২ বিক্রয়ের রেকর্ড এ বিষয়টিই প্রমাণ করে। হাই-এন্ড বাজারে নিজেদের অবস্থানকে আরও পাকাপোক্ত করতে, আগামীতে জিটি সিরিজ থেকে আরও আকর্ষণীয় ফোন বাজারে আনবে রিয়েলমি।

উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে।

এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: