শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে আ’লীগের নারীকর্মী কারাগারে

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে আওয়ামী লীগ নেত্রীর করা মামলায় জোসিদা খাতুন কোহিনুর (৪৫) নামের এক নারী কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জোসিদা খাতুন কোহিনুর নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকার একেএম বুলবুলের স্ত্রী। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস বলেন, জোসিদা খাতুন কোহিনুরকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই দিন বিকেল ৩টার দিকে বাসা থেকে জোসিদা খাতুন কোহিনুরকে গ্রেফতার করে ময়মনসিংহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি পুলিশ জানায় , জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার ও তার বোন লুৎফুন্নাহার লাকির ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ্রচার করে একটি চক্র।

এ অভিযোগে ২১ আগস্ট উৎপল কর, জোসিদা খাতুন কোহিনুর ও সঞ্জীব ইসলামকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্বপ্না খন্দকার।

এ বিষয়ে সিআইডির উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আলী ফরিদ বলেন, ঘটনার সত্যতার ভিত্তিতে কোহিনুরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: