গণপরিবহনে ‘হাফপাস’র দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফপাস’ ভাড়া কার্যকরের দাবিতে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল ১০টার দিকে নিউমার্কেট-মিরপুর রোড অবরোধ করে রাখে।
শিক্ষার্থীরা অবিলম্বে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর, পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধসহ নানা দাবিতে ঢাকা কলেজের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয়পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে হাফপাস নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই তারা দাবি করে আসছে। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই এসব শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়। এছাড়াও পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।