ঢাকার উত্তরখানে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ৯৬তম উপশাখা ঢাকার উত্তরখানে ১৬ নভেম্বর উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, দক্ষিণখান শাখা, ঢাকার আওতাধীন উত্তরখান উপশাখাটির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের- এর প্রধান সাইফ আল-আমীন।
এছাড়াও দক্ষিণখান শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।