মাজেদার সন্ধানে জিডি
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহ জেলা সদরের বাউন্ডারী রোডস্থ প্রত্যাশা টাওয়ারে ডা: মো: কামরুল হাছান (অপু)’র বাসার গৃহকর্মী (কাজের মেয়ে) মাসিদা খাতুন-২৪ (মাজেদা খাতুন) এর সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে। মাজেদা খাতুন ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের ছোহরাব আলীর মেয়ে। সে গত ১৬ নভেম্বর সকাল ৯.৩০মিনিটে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের সন্ধানে ঐ দিনই রাতে ডা: কামরুল হাসান (অপু) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডি নং- ১৩৫৩ তারিখ- ১৬-১১-২০২১ইং। মাজেদার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা ৪ফুট ১১ ইঞ্চি, পরণে ছিল মেরুন রঙের ছেলোয়ার কামিজ।