গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে মো.আবুবক্কর সিদ্দিক (২৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সকাল ১১ টার দিকে পৌর শহরের চাঁদনীর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবুবক্কর সিদ্দিক উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নির্মান শ্রমিক আবুবক্কর সিদ্দিক মার্কেটের বহুতল ভবন নির্মান কাজ করার সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন।পরে সহকর্মী ও স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিস্থির অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচা যুবলীগ নেতা বাদল বলেন, মার্কেটেরন বহুতল ভবন নির্মান কাজ করার সময় বিদ্যুতায়িত হয় আমার বাতিজা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েও বাঁচাতে পারলাম না।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।