শিরোনাম

South east bank ad

বদরগঞ্জে অপহরণের চারদিন পর শিশু উদ্ধার, নারী অপহরণকারী গ্রেপ্তার

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সীমান্ত সাথী, (বদরগঞ্জ) :

রংপুরের বদরগঞ্জে অপহরণের চারদিন পর জোয়ায়েদ নামে এক বছরের শিশুকে পুলিশ উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রুবিনা আক্তার (২০) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করে।

অপহরণের চারদিন পর (১৬ নভেম্বর) নীলফামারী জেলার কুমড়া খাওয়ার মোড় নামক স্থান থেকে শিশু জোয়ায়েদ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (১২ নভেম্বর) শিশু জোয়ায়েদ হোসেন অপহরণের ঘটনাটি ঘটে উপজেলা দামোদরপুর ইউনিয়নের চকপলাশবাড়ী মাঝাপাড়ায়। শিশুটি ওই এলাকার আরজেনা বেগম হাসি ও আনিসুর রহমান দম্পত্তির ছেলে। গ্রেপ্তার রুবিনা আক্তার (২০) একই গ্রামের এক স্বামী পরিত্যক্তা নারী। বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় চন্দ্র রায় অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

থানায় অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের চকপলাশবাড়ী মাঝাপাড়া এলাকায় আনিসুর রহমানের বাড়ি থেকে শিশুটিকে কোলে নিয়ে বেড়ানোর কথা বলে সঠকে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে তার পরিবার ওইদিন সন্ধ্যায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। অভিযানের চারদিন পর (১৬ নভেম্বর) নীলফামারী জেলার কুমড়া খাওয়ার মোড় নামক স্থান থেকে সকাল ৯টার দিকে শিশু জোয়ায়েদসহ অপহরণকারী রুবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির মা আরজেনা বেগম হাসি জানান, জন্মের পর থেকে আমার ছেলেকে প্রতিবেশি রুবিনা কোলে নিয়ে আদর যত্ন করতো। মাত্র ৫ হাজার টাকার লোভে আমার সন্তানকে সে নীলফামারীতে তার পরিচিত লোকের কাছে বিক্রি করে দেওয়ার ফন্দি আটেন। এ কারণে সবার অজান্তে শিশুটিকে সে অপহরণ করে নিয়ে যায়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, শিশু জোয়ায়েদকে গত শুক্রবার কৌশলে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। আজ মঙ্গলবার নীলফামারী এলাকা থেকে শিশু জোয়ায়েদসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারীর ওই নারীর সবিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: