বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক
এম.মিরাজ হোসাইন, (বরিশাল):
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদিতে ১ দিনের সফরে আজ বুধবার বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। সফরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন ছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করবেন তিনি।
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর ঘিরে সাঁজ সাঁজ রব বিরাজ করছে বরিশাল জেলা পুলিশ লাইনে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরী কঠোর নিরাপত্তার চাঁদরে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সূচি অনুযায়ী আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আকাশ পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবেন আইজিপি। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা পুলিশ লাইনসে মেট্রোপলিটন পুলিশের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন আইজিপি।
পরে জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি।
অনুষ্ঠানে মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন তিনি।
এদিকে আইজিপি’র সফর উপলক্ষ্যে বরিশাল জেলা পুলিশ লাইন সাঁজানো হয়েছে নান্দনিকভাবে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মেট্রোপলিটন পুলিশকে জনবান্ধব, মানবিক ও কমিউনিটি পুলিশিংয়ের প্রতি অঙ্গীকার পুনব্যক্ত করা হবে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরীকে কঠোর নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয়েছে বলে তিনি জানান।
ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্যের বিধবা স্ত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ এম.মিরাজ হোসাইন, বরিশাল। বরিশালে প্রাক্তন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্যের বিধবা স্ত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের আয়োজনে আরসিইএল এর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের পাশে সশস্ত্র বাহিনীর অফিসে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল ডিএসবির অবসরপ্রাপ্ত সচিব আবুল হাসান নেয়ামুল ইসলাম, বরিশাল ডিএসবির ওয়ারেন্ট অফিসার কাউছার প্রমুখ।
আরসিইএল ফান্ড হতে বরিশালের মৃত ১৪ জন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্যের বিধবা স্ত্রীদের মাঝে ভরণপোষণের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে ১৬ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। এসময় ত্রৈমাসিক জুন ও সেপ্টেম্বর মাসের অনুদান একসাথে বিতরণ করেন। অনুদান বিতরণ শেষে মহাপরিচালক বরিশাল সশস্ত্র বাহিনী বোর্ডের মেডিকেল ডিসপেনসারী পরিদর্শন করেন।
উল্লেখ্য, ব্রিটিশ সরকার ১৯৪৫ সালের পূর্ববর্তী সময়ে সশস্ত্র বাহিনীতে যোগদানকৃত সদস্য এবং তাদের বিধবা স্ত্রীদের মাঝে এ অনুদান বিতরণ করেন। বর্তমানে সারা বিশ্বে ৪৮টি কমনওয়েলথ দেশে সর্বমোট ৪০ হাজার সদস্যের মধ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ১১ জন ব্রিটিশ প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্য ও ১৪৯ জন বিধবা স্ত্রী এই সুবিধা পাচ্ছেন।