নাটোরে ইমো হ্যাকার চক্রের এক সদস্য আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
রবিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লালন আলী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
দুপুরে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে লালপুর উপজেলার বালিতিতা গ্রামে অভিযান চালায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় ২ টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড সহ এক ইমো হ্যাকারকে আটক করা হয়।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় ৯/১০জন মিলে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া হতো।
এ ব্যাপারে লালপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।