ধুনটে নৌকা প্রার্থীর ওপর হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বহিষ্কার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হাসান আহম্মেদ জেসম মল্লিকের ওপর হত্যার উদ্দ্যেশ্যে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১১টার দিকে মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা সড়কের উলিপুর তিন মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় সোমবার দুপুরের দিকে হাসান আহম্মেদ বাদি হয়ে মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি গোলাম মুর্তজা ও বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামসহ ৪জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে গোলাম মুর্তজাকে তাৎক্ষনিক দল থেকে বহিস্কার করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ধুনট উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগেরে মনোনিত নৌকার প্রার্থী হাসান আহম্মেদ। তিনি রোববার রাত ১১টার দিকে নৌকা প্রতীকের প্রচারণা শেষ করে মোটরসাইকেল যোগে ফেরার পথে উলিপুর তিন মাথায় কাশিয়াহাটা সড়কে পৌছলে মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি গোলাম মুর্তজা ও বিএনপির সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামসহ ৪জন মোটরসাইকেল নিয়ে হাসান আহম্মেদের ওপর হামলা চালায়। এসময় তাদের মোটরসাইকেলের ধাক্কায় হাসান আহম্মেদ মাটিতে পড়ে যায়। এতে হাসান আহম্মেদ আহত হয়েছেন।
নৌকার প্রার্থী হাসান আহম্মেদ জানান, গোলাম মুর্তজার নের্তৃতে বিএনপির প্রার্থীর সমর্থকরা আমার উপর অর্তকিতভাবে হামলা চালায়। তাদের হামলায় আমি মোটরসাইকেল থেকে রাস্তার পাশে পড়ে যাই।
হামলা বিষয়ে জানতে চাইলে তারা আমাকে ভোট করতে দিবে না বলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
গোলাম মুর্তজা জানান, হাসান আহম্মেদের লোকজন আমার ভাইকে বিএনপির সমর্থিত প্রার্থীর কর্মী হিসেবে মারধর করেছে। ঘটনা সময় কাশিয়াহাটা এলাকায় হাসান আহম্মেদ উপস্থিত ছিল না। কিন্তু হাসান আহম্মেদ নিজে আহত হওয়ার ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। বহিস্কারে বিষয়ে কোন পত্র হাতে পাই নাই।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নৌকার প্রার্থীর উপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।