ই-টিডিএস সিস্টেমে পেরোল ট্যাক্স প্রদানকারী প্রথম ব্যাংক ‘প্রাইমব্যাংক’
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রাইমব্যাংক এখন থেকে জাতীয়রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক নির্দেশিত ইলেকট্রনিক ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (ই-টিডিএস)সুবিধা গ্রহণ করবে। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে উৎসে কর কর্তন (TDS) সনদ, মাসিক রিপোর্ট, স্বয়ংক্রিয় চালানসহ উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সনদ পাবেন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, এডিশনালকর কমিশনার মো: নুরুজ্জামানখান, ডেপুটি কর কমিশনার মো: আরিফুল হক, এনবিআর’ এর সিনিয়র অ্যানালিন্ট কাজী মোহাম্মদ জিয়াউল হক এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন, ফিন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের ইভিপি মোহাম্মদ নুর নবী, ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের এসভিপি মোহাম্মদ ফারহান আদেলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন বলেন, “গ্রাহক মানউন্নয়নে প্রাইম ব্যাংক নিজস্ব সেবাগুলো ডিজিটাল করার ক্ষেত্রে সর্বদা অগ্রগামী। এই উৎসে কর কর্তন পরিষেবা শুরু করার মাধ্যমে, আমাদের কর্পোরেট গ্রাহকরা তাদের ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন করতে সক্ষম হবে।