খুলনা-যশোরের দুঃখ, ভবদহের জলাবদ্ধতা নিরসনে অবস্থান কর্মসূচি
শেখ হেদায়েতউল্লাহ, (খুলনা) :
খুলনা-যশোরের দুঃখ ভবদহের জলাবদ্ধতা নিরসনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আয়োজনে আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় খুলনা পানি উন্নয়ন বোর্ড ভবন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী এলাকাবাসী ৫ দফা দাবি জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
দাবি সমূহ হচ্ছে, বিল কপালিয়ায় টিআরএম চালু, আমডাঙ্গা খাল গভীর করে খনন করে প্রশস্থ করা, হরি, শ্রী, টেকা ও মুক্তেশ্বরী নদী খনন করে ভৈরব নদের সাথে সংযোগ দেয়া, ভবদহের ২১ ও ৯ ভেন্টের স্লুইচগেটের মাঝদিয়ে সরাসরি নদীর সাথে সংযোগ দেয়া ও নদী এবং খালের উপর সকল বাধা অপসারন করা।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- রনজিৎ বাওয়ালী, চৈতন্য পাল ও খলিলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।