শিরোনাম

South east bank ad

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ গ্রেফতার-১

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনর্চাজ এর দিক-নিদের্শনায় এসআই(নিঃ)/মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই/মাজহারুল ইসলাম, এএসআই/৫০৫ দেলোয়ার হোসেন, কং/৮১৫ রুকনুজ্জামান, কং/১৩৩১ শান্ত কুমার সিংহ, কং/২০৮৭ মো: ছাইদুল ইসলাম সহ দক্ষিণ সুরমা থানাধীন অতিরবাড়ী এলাকার উত্তরবঙ্গ হোটেলের সম্মুখে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর ০১টি নিল রংয়ের ACE EX2 পিকআপ গাড়ী’কে থামানোর সিগন্যাল দিলে গাড়ী থেকে অজ্ঞাতনামা ২ জন আসামী গাড়ী থামাইয়া দৌড়াইয়া পালাইয়া যায় এবং গাড়ীর চালক আসামী রুবেল মিয়া (২০) পিতা-মৃত লিয়াকত আলী, মাতা-বেদেনা বেগম, সাং-হিলুবধুহাজী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট সহ ১ জনকে পিকআপ গাড়ী হইতে নামাইয়া তাহাদের নাম ঠিকানাসহ গাড়ীতে কি মালামাল আছে তাহা জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তাহারা সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ হইলে তথায় উপস্থিত সাক্ষী’দের উপস্থিতিতে উক্ত গাড়ী তল্লাশিকালে (১) ১০টি বড় কার্টুনে ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি, যাহার প্রতিটি প্যাকেটের গায়ে ইংরেজি, হিন্দি ও বাংলায় বিভিন্ন লিখা আছে, এছাড়াও প্রতিটি প্যাকেটের গায়ে ছবিযুক্ত শেখ নাসিরুদ্দিন বিড়ি মার্চেন্ট রেজি: ৪২ স্ট্রান্ড রোড কলিকাতা লিখা আছে, প্রতিটি কার্টুনে ৪২টি করে ছোট প্যাকেট আছে =৪২০টি ছোট প্যাকেট, প্রতিটি ছোট প্যাকেটে মোট ৫০০টি করিয়া বিড়ি সর্বমোট=২,১০,০০০ টি বিড়ি (শলাকা) যাহার অনুমান মূল্য= ২,১০,০০০/-টাকা ও ১টি নীল রংয়ের ACE EX2 পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক ১৩/১১/২০২১খ্রিঃ তারিখ রাত ২০:৩০ ঘটিকার সময় সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২০, তারিখ-১৪/১১/২০২১খ্রিঃ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: