শিরোনাম

South east bank ad

বগুড়ায় ট্রাক চাপায় স্কুলছাত্রসহ দুই জন নিহত

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কে দুপচাঁচিয়া উপজেলার কাথহালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন দুপচাঁচিয়া উপজেলার বড় কোলগ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদ হাসান সাগর (১৬) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক (১৮)।

নিহতদের মধ্যে সাগর কোলগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আশিক অটো ভ্যানচালক।

জানা গেছে, সাগর ও তার বন্ধু শ্রাবন (১৭) দুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষা দেখতে যায়। পরীক্ষা শেষে বেলা ৩টার দিকে দুই বন্ধু একই গ্রামের আশিকের অটো ভ্যান যোগে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চলন্ত ভ্যানের চাকা খুলে যায়। এসময় পিছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তিনজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়ার পথে সাগর মারা যায়। আশিক ও শ্রাবনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টার দিকে আশিক মারা যায়।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান রুবায়েত বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক হেলপার পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: