শিরোনাম

South east bank ad

হুমায়ুন আহমেদ বাংলাদেশের সম্পদ, সে সম্পদ নিয়ে ভাল মতো চর্চা হউক : শাওন

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহমেদ, (গাজীপুর) :

হুমায়ুন আহমেদ বাংলাদেশের সম্পদ, সে সম্পদ নিয়ে ভাল মতো চর্চা হউক এ প্রত্যাশা নিয়ে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিনী মেহের আফরোজ শাওন বলেন, যারা হুমায়ুনকে ভালবাসেন, তাদের অনেকেই হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করতে চান। তবে একটা অনুরোধ করছি, তাকে নিয়ে যা ইচ্ছে তা কেউ করবেন না। গত ১০বছর ধরে হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে যেনতেনভাবে কাজ করার চেষ্টা বা হুমায়ুন আহমেদকে নিয়ে হঠাৎ করে একটা সিনেমা বানিয়ে ফেলা, একটা বই লিখে ফেলা বিষয়টি নিয়ে আমার খুব খারাপ লেগেছে।

শনিবার শাওন গাজীপুরের নুহাশপল্লীতে স্বামীর ৭৩তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে শিশু পুত্র নিশাত ও নিনিদসহ নুহাশপল্লীর স্টাফরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১১টার দিকে কবর জিয়ারত, দোয়া ও পুষ্পস্তক অর্পণ করে দুই পুত্রকে নিয়ে কেক কাটেন শাওন। এছাড়া সকাল থেকেই ভক্তরা দুর-দূরান্ত থেকে গিয়ে প্রিয় লেখকের কবরে শ্রদ্ধা জানান, নুহাশ পল্লী ঘুরে দেখেন।

শাওন আরো বলেন, হুমায়ুন আহমেদকে নিয়ে অনেকে ভালভাবে গবেষণা করছেন, পিএইচডি করছেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে হুমায়ুন আহমেদকে নিয়ে পিএইচডি হচ্ছে, অনেকেই তাকে নিয়ে চর্চা করছেন। সেই চর্চাটা বাড়–ক, ছাত্ররা হুমায়ুন আহমেদ সম্পর্কে জানুক, সবাই তার সম্বন্ধে জানুক। তাকে নিয়ে ভুল কোন চর্চা না হউক এটা আমার একটা বড় প্রত্যাশা। কারণ হুমায়ুন আহমেদ বাংলাদেশের সম্পদ, সে সম্পদ নিয়ে ভাল মতো চর্চা হউক।

শাওন আরো বলেন, যারা হুমায়ুন আহমেদকে ভালবাসেন, যারা হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের নাটকের-সিনেমার দর্শক, হুমায়ুন আহমেদের গানগুলো যারা ভালবাসেন, তারা হুমায়ুন আহমেদকে আজীবন ভালবাসেন এবং ভালবেসে যাবেন। তারাই পরবর্তী প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদকে তুলে দেবেন, হুমায়ুন আহমেদের লেখা, সৃষ্টিকর্ম তুলে দেবেন। এটাই আমার এবং আমাদের পরিবারের আজীবনের প্রাপ্তি হবে। হুমায়ুনহীন হুমায়ুন আহমেদের এবারের জন্মদিন হলো ১০ম বার।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার প্রথম নাম ছিল শামসুর রহমান পরে তার নাম পাল্টে হুমায়ুন আহমেদ রাখা হয়। তার ডাক নাম ছিল কাজল। ২০১২ সালের ১৯ জুলাই তিনি আমেরিকার একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীণ অবস্থায় মারা যান। পরে তাকে গাজীপুরের নুহাশ পল্লীর লিচুগাছ তলায় দাফন করা হয়।

নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খান বলেন, আগের দিন শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে শাওন তার দুই পুত্রকে নিয়ে নুহাশপল্লীতে যান। রাত ১২টা ১মিনিটে নুহাশপল্লীর স্টাফরা ১০০১টা মোমবাতি প্রজ্জলন এবং কেক কাটেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: