আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্ণামেন্টের উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ শুক্রবার সকালে (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফক্লাবে “৫ম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্ণামেন্ট-২০২১”এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। দেশি-বিদেশি প্রায় ৭০০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, প্রেসিডেন্ট, আর্মিগলফ ক্লাব, মানোয়ার হোসেন, চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, চেয়ারম্যান টুর্ণামেন্ট কমিটি, আর্মি গল্ফক্লাব, কর্নেল এস এম শওকত আলী, অবঃ প্রধান নির্বাহী অফিসার, আমি গল্ফক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মিগলফ ক্লাব ও এবং অন্যান্য বিশিষ্টব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ৪ দিনব্যাপি এ টুর্ণামেন্ট গত বুধবার শুরু হয়। আগামী ১৩ নভেম্বর ২০২১ শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতে এ টুর্ণামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।