বোরকা পড়া অবস্থায় ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় তিন বোরকা পড়া মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার তেথুলিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত আঃ কাদিরের ছেলে নয়ন মিয়া (৫০), দুলাল মিয়ার ছেলে সেলিম (৩৫) ও মৃত মিরাজ আলীর ছেলে শামীম মিয়া (৫২)।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেথুলিয়া ইউনিয়নে ঝিমটি ব্রীজ সংলগ্ন মরা নদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১০ নভেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার তেথুলিয়া ইউনিয়নের ঝিমটি ব্রীজ সংলগ্ন মরা নদী দিয়ে একটি মাদকের চালান মোহনগঞ্জে যাবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। পরে মঙ্গলবার সন্ধ্যায় এএস আই সোহেল রানা বোরকা পড়ে এয়াকুব স্বামী সেজে, মোখলেছুর রহমান ও আইনুল কৃষক সেজে উৎ পেতে থাকে।
ঝিমটি বাজারে এস আই মমতাজ উদ্দিন পোষাকে টহলরত ছিল। বিকেল দুইটার দিকে তিন জনকে গতিরোধ করে আটক করে দেহ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা উদ্বার করে। প্রতিজনের কাছে ১০০ পিস করে ইয়াবা ছিল।
ওসি মোহাম্মদ রাশেদুল হাসান আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।