শিরোনাম

South east bank ad

মোটরসাইকেল থেকে পড়ে সহকারী প্রিসাইডিং অফিসার নিহত

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ইউপি নির্বাচনের সহকারী প্রিসাইডিং অফিসার জাকিয়া সুলতানা (৪০) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ ইউনিয়নের একটি কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পান।

এছাড়াও জাকিয়া শিবগঞ্জ উপজেলার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের আচঁলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের স্ত্রী। তবে তিনি স্বামীর সঙ্গে বগুড়া সদরের উপশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় স্কুল ছুটির পর স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বগুড়া শহরে বাসায় ফিরছিলেন জাকিয়া। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছনে বসে থাকা জাকিয়া মহাসড়কে পড়ে যান। এসময় পিছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত জাকিয়া সুলতানার মরদেহ তার বাবার বাড়ি রায়নগর গ্রামে নেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: