শিরোনাম

South east bank ad

বগুড়ায় যমুনা নদীতে মোবাইল খুঁজতে গিয়ে যুবক নিখোঁজ

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মোবাইল খুঁজতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়ি চরের তারা শেখের ছেলে তোজাম্মেল শেখ (২০)। নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ৯টায় তোজাম্মেল শেখ হাটবাড়ি চরের যমুনা নদীর ঘাটে নৌকায় উঠে তার চাচাত ভাই মারুফ (৭) এবং মানিক (১২) এর সঙ্গে গল্প করছিল। একসময় তোজাম্মেলের হাত থেকে তার মোবাইল ফোন পানিতে পরে যায়। তোজাম্মেল মোবাইলটি খোঁজার জন্য পানিতে কয়েকবার ডুব দেয়। শেষের ডুবে সে আর পানি হতে উপরে উঠে আসেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তোজাম্মেলের চাচা ইয়াকুব আলী এবং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম নান্নু।

তোজাম্মেলের বাবা তারা শেখ জানান, খবর পেয়ে নদীর ঘাটে দৌঁড়ে যাই। নদীতে অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে আর পাওয়া যায়নি।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যমুনায় নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: