শিরোনাম

South east bank ad

বকশীগঞ্জে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রি

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বিসিআইসির ১৭ ডিলারের হাতে কৃষক কৃষাণী জিম্মি হয়ে পরেছে। চলতি মৌসুমে সরিষা সহ রবি ফসলের চাষাবাদের জন্য রাসায়নিক সার কিনতে গিয়ে কৃষক কৃষাণীর অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। প্রতি বস্তা ৮০০/ শত টাকা মূল্যের ইউরিয়া বিক্রি হচ্ছে ৯০০/ শত ৫০ টাকায়। ১১০০/ শত টাকার টিএসপি বিক্রি হচ্ছে ১৫৫০/ টাকায়। ৭৫০/ টাকার এমওপি বিক্রি হচ্ছে ৯০০/ টাকা। ৮০০/ টাকার বাংলা ডিএবি দ্বিগুণেরও বেশি মূল্যে ১৭৫০/ টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে।

অধিক মূল্যের কারণ হিসেবে জানা যায়,উপজেলার ৭ জন বিসিআইসি ডিলার পরস্পর যোগসাজশে কৃষকদের জিম্মি দশায় ফেলেছে। খুচরা ব্যাবসায়ীরাও অধিক মূল্যে বিকিকিনি করতে বাদ্ধ হচ্ছে।

এ-ই অবস্থা চলতে থাকলে সরিষা সহ অন্যান্য রবি ফসলের চাষাবাদে কৃষক কৃষাণী আগ্রহ হারিয়ে ফেলবে। উপজেলার চরকাউরিয়া গ্রামের কৃষক মোতালেব ও মেষেরচর গ্রামের কৃষক খুকন জানিয়েছেন, অতিরিক্ত মূল্যে সার কি-না সম্ভব নয়। চাষাবাদ কমিয়ে দেওয়া ছাড়া উপায় নেই।

কৃষি অফিসার আলমগীর আজাদ জানিয়েছেন, আগামীকালই বাজার মনিটরিং করবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: