শিরোনাম

South east bank ad

রাজশাহীতে দুইদিন ধরে মেঝেতে মায়ের লাশ, টের পায়নি ছেলে!

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীতে দুইদিন ধরে ঘরের মেঝেতে মায়ের লাশ পড়ে থাকলেও টের পায়নি নিহত বৃদ্ধার ছেলে ও ছেলের স্ত্রী। সাজেদা বিবি (৭০) নামের ওই বৃদ্ধার লাশের মাথার দিকের অংশ খাটের নিচে ও কিছু অংশ খাটের বাইরে পড়েছিলো। মতিহার থানা থেকে ৬০০ গজ পূর্বদিকে রহস্যজনক এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গত রবিবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সাজেদা মতিহার থানার বাজে কাজলা বৌবাজার এলাকার মৃত মাসুম আলীর স্ত্রী ছিলেন। পুলিশের ধারনা, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে লাশ ফেলে রাখা হয়েছিল।

এলাকাবাসী ও নিহতের পরিবারে লোকজন জানায়, বৃদ্ধা সাজেদার এক ছেলের সঙ্গে বাড়িতেই থাকতো। ইলেক্ট্রিশিয়ান ছেলে বিয়ে করার পর থেকেই মায়ের তেমন খোঁজ-খবর রাখতো না (মায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না)। এমনকি দিনের পর দিন মা কোথায়, কী করছে, কী খাচ্ছে তারও খোঁজ তারা নিতো না। এই বিষয়টি পাড়া-প্রতিবেশী সবাই জানতো।

হঠাৎ প্রতিবেশীদের মাথায় চিন্তা আসে গত দুইদিন থেকে সাজেদা বিবিকে তারা দেখতে পাচ্ছেন না। বাড়ি থেকে বেরও হচ্ছে না। পরে প্রতিবেশীরা রবিবার রাত ১১টার দিকে তার ঘরে গিয়ে দেখেন দরজায় বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙ্গে ভিতরে গিয়ে ওই নারীর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। তালাবদ্ধ ঘরে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘বাড়িতে এক ছেলেকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধা। তাঁর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি। মায়ের তেমন খোঁজ রাখতেন না ছেলে। তিনি সকালে বের হয়ে যেতেন, রাতে আসতেন।; ওসি আরও বলেন, ‘বৃদ্ধার গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল। তাই ধারনা করা হচ্ছে- তার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সাজেদার মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। তবে মামলায় কারও নাম উল্লেখ নেই। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে। আশা করছি, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।’ ওসি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এটি আসলেই হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: