জয়পুরহাটে বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
২০২১-২২ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত)” শীষক কর্মসূচির আওতায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সেবা পুলিশ সুপার (পিপিএম) মাছুম আহাম্মদ ভুঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভুমি) মৌসুমি হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে উপজেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র/ছাত্রীদের মাঝে ১০টি বাই-সাইকেল ও ৪৫জন মাধ্যমিক শিক্ষার্থীকে নদগ অর্থ ৬ হাজার টাকা করে এবং প্রাক প্রাথমিক ৩০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪ `শ’ টাকা করে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।