শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ):

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় বিভাগ, গোপালগঞ্জ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (৬ নভেম্বর) সকালে সমবায় ও জেলা সমবায় ইউনিয়ন অফিস চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমবায় ও জেলা সমবায় ইউনিয়ন অফিস চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো: শেখ রুহুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা শেখ মো: নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলার পুরুষ ও নারী সমবায়ীরা অংশ নেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরা হয়। অপরদিকে, মুকসুদপুরে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ী বৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: