সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর মোহনপুরে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই’ এমন একটি সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত বুধবার (০৩ নভেম্বর) রাতে শয়ন ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে ওই ছাত্রী আত্মহত্যা করে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নিহত কলেজছাত্রীর নাম বিউটি খাতুন (২০)। সে উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং মোহনপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, বিউটি খাতুন ছোটবেলা থেকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পূর্ব পাশে খালু মো. হবিবর রহমানের বাড়িতে থেকে পড়ালেখা করতেন। বুধবার রাত সাড় ১০ টার পর নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান বিউটি। রাতের যেকোন সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই’ কাগজে এমন একটি সুইসাইড নোট লিখে রেখে তীরের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। তবে লাশটি রশি ছিড়ে ঘরে মেজেতে পড়েছিল। বৃহস্পতিবার সকালে নিহতের খালা শরিফা বেগম শয়ন ঘরের মেজেতে লাশ দেখতে পেয়ে মোহনপুর থানা পুলিশকে খবর দেন।
বিউটি খাতুনের খালু হবিবর রহমান জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
আত্মহত্যার এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস ও মোহনপুর থানার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান। পরে সেখানে গিয়ে তারা ওই ছাত্রীর লিখে যাওয়া সুইসাইড নোটটি উদ্ধার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রী কী করণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। যেহেতু ওই ছাত্রী সুইসাইডাল নোট লিখে গেছেন যে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং নিহতের পরিবারের লোকজনেরও কোন অভিযোগ নেই তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’