শিবগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে আ. লীগ নেতার গণসংযোগ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম শহীদের নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ ইউনিয়নের চাঁদনিয়া শিবগঞ্জ, আমতলী বড় বাজার, উথলী, রথবাড়ী গণেশপুরসহ বিভিন্ন গ্রাম ও বন্দরে গণসংযোগ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোবার্শ্বের হোসেন স্বরাজ, আওয়ামী লীগ নেতা মাস্টার হাবিবুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ.ম শামীম, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
এসময় মুঞ্জুরুল আলম মোহন বলেন, নৌকা প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক স্বাধীনতার প্রতীক।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার বিজয়ে নিজেদের ঝাঁপিয়ে পড়তে হবে। গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে শেষ হাসিনার উন্নয়নদর্শন বুঝিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করতে হবে।