গুনী তিন অগ্রজ ব্যাংকারকে সম্মানিত করল সোনালী ব্যাংক
স্টাফ রির্পোটার :
সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ শনিবার পথিকৃত গুনীজন তিন অগ্রজ ব্যাংকারকে সম্মনিত করল। ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাঃ শহীদুল মূলক, এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার আসির উদ্দিন আহম্মেদ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জহুরুল হক এর হাতে ব্যাংকের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট তুলে দেন ।
এসময় মোঃ আতাউর রহমান প্রধান তার বক্তব্যে নতুন প্রজম্মের ব্যাংকারদের অগ্রজদের সম্মান প্রদর্শনের আহবার জানিয়ে বলেন, অগ্রজদের সম্মানিত করলে আমরা ও সস্মানিত হবো । এসময় এই তিন সৎ ব্যাংকারদের জীবনাদর্শ অনুসরনের আহবান জানান।
সম্বর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।