শিরোনাম

South east bank ad

আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট সহিসংতায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াধাপ বাজারের কাছে ওই ঘটনা ঘটে।

গুরুতর আহত আব্দুর রাজ্জাককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আব্দুর রাজ্জাক নুনগোলা ইউনিয়ন পরিষদে আ. লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী বদরুল আলমের কর্মী। তিনি রজাকপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়রম্যান আলিম উদ্দিনের নৌকা প্রতীকের পক্ষে মিছিল নিয়ে রজাকপুর গ্রামে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানসহ ৫জনের ওপর হামলা চালায়। আহত মাহফুজার রহমান বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

দলীয় সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নুনগোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ বগুড়া সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আলিম উদ্দিন এবং একই দলের নুনগোলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলম নৌকার মাঝি হতে চেয়েছিলেন। অবশ্য দলের পক্ষ থেকে নৌকা প্রতীকটি বর্তমান চেয়ারম্যান আলিম উদ্দিনকেই দেওয়া হয়। কিন্তু দলের মনোনয়নবঞ্চিত হলেও বদরুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তার এই অবস্থানে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ চরম ক্ষুব্ধ। ওদিকে বদরুল আলমের সমর্থকরাও তার পক্ষে সোচ্চার। এ নিয়ে নুনগোলা ইউনিয়নের অনেক গ্রামেই দুই প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পেশায় ঢালাই মিস্ত্রী আব্দুর রাজ্জাক প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যখন সাড়ে ৪টার দিকে ঘোড়াধাপ বাজারে পৌঁছান তখন প্রতিপক্ষের একজন সমর্থক অতর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গলায় ছুরি বসিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

বদরুল আলম দাবি করেন, ‘রাজ্জাক আমার সক্রিয় কর্মী। আলিম উদ্দিনের সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে গলা কেটে হত্যাচেষ্টা চালিয়েছে।’

আলিম উদ্দিন দাবি করেন, নৌকার কোনো কর্মী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো কর্মীর ওপর হামলা করেনি। উল্টো নৌকার কর্মীদের ওপরই মঙ্গলবার বদরুল আলমের কর্মীরা হামলা চালিয়েছে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আগের ঘটনার জেরে বৃহস্পতিবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলমের সমর্থক রাজ্জাকের ওপর হামলা হয়েছে। ওই ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

আওয়ামী লীগ বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ জানিয়েছেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের কেউ যদি নির্বাচন করে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: